বুকে জমা কথা
লাবণ্য লতা
বিন্দুতে গড়ি মায়া
মিথ্যে সে ছায়া।
যদি অভিমানের পোকা
কুরে কুরে দেয় ধোকা,
জেনো ভালোবাসা মিছে নয়
শুধু সময় রঙ বদলায়।
চলে যাই মায়া ছেড়ে দূরে
বিরহের সুরে,
যতক্ষন দেহে রবে প্রান
অন্য প্রেমে মন হবে উচাটন।
মানুষ আমি আলিংগনের কাংগাল
ছোঁয়ায় জীবন, স্পর্শে মাতি
কার প্রেম, কার খেয়ালে কর আরতি?
কার মনে নতুন করে গড়েছ বসতি?
যদি চলে যেতে হয়,
ছায়া নিয়ে যেও,
মিছে কেন প্রেম দেখাও
মন বাদে চাইনা শুধু দেহ।
0 Comments