যে আলো ছড়ায়

Apr 14, 2022কবিতা0 comments

হাতের রেখার মত চেনা যে মুখটি,
শ্রাবন দিনে খেলে যায় যে আলোর ভ্রুকুটি
যে হাসি তার লেগে থাকে ঠোঁটের কোনে মায়ায়,
যে উদাসিনতায় ঘুম ভাংগে সাঁঝের ছায়ায়,
যে ছন্দে নাচে সে তা থৈই, তা ধিন
মুগ্ধ তাহার কাজল চোখে, পরাণ-ও তাহার অধীন।

তাহার অঙ্গে খেলে যে বিজলীর আলো
অভিমানী বর্ষায় ভাঙ্গে দু’চোখের কালো।
জীবন তার যাচ্ছে কেটে যেমন তেমন,
দিনগুলো সব ইচ্ছে স্বাধীন-
যেমন খুশি বেঁচে থাকার শৈশব রঙিন।

আমার কুলেতে এসে বসেছে সে ক্ষনিক
যাত্রা তব ক্ষান্ত নয়, শুধু জিরায় স্নেহ বণিক।
বাণিজ্যেতে বসে না মন, নয় দূর যাত্রায়
এই গাছের ছায়ায়, প্রেম মায়ায়,
দিগ্বীজয়ী ক্ষণিক আলো বিলায়…।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This