একা রোদ্দুরে ওম ছিল,
তুমি ছিলে না।
বৃষ্টির পরে ঝরে পড়া পাতা ছিল,
আগুন চোখের আমন্ত্রন ছিল না।
ঝুলে পড়া বারান্দায় শাড়ি ছিল-
শুকনো… মলিন মুখ ছিল না।
একা বিকেলে ছাদে চাঁদ ছিল
আঙুল ধরার কেউ ছিল না।
শেষ বৃষ্টির বিকেলে মন উদাস ছিল…
তুমি ছিলে না,
তুমি ছিলে না…
কোথাও কেউ ছিলো না।
0 Comments