ঐ চিবুকের ভাঁজ ছুয়ে নেমে যাওয়া হাসির মত
মৃত্যু উপত্যকা ছুঁয়ে এসো –
কানামাছি ভোঁ ভোঁ – যারে পাবি তারে ছো,
মনের গলির সন্ধিতে, নিঃশ্বাস ফেলে এসো
আমাদের গলিতে এখন দীর্ঘ প্রলাপ
রাত গুলো লম্বা আর দিনগুলো মন্থর।
আমাদের সময় কাটে জাবর কেটে –
সাইরেনের শব্দে আমরা কানামাছি খেলি
কানামাছি ভোঁ ভোঁ – যারে পাবি তারে ছো,
ক্ষুধার থেকে মৃত্যু শ্রেয়।
আমরা জাবর কাটি দিনরাত
আর খড়কুটো ধরে ভাসার চেষ্টায়
মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হয়,
আমাদের রাত গুলো আরো মন্থর হয়।
আমরা অপেক্ষা করি গুজবের –
আমরা আশায় থাকি, ঐশ্বরিক কোন প্রতিদানের
আমাদের উপাসনালয় গুলো আরো আরাধ্য হয়,
এই জীবন, মৃত্যু আর অদৃশ্যের হাতে বন্দী এখন।
অথচ পৃথিবীর কোথাও যুদ্ধ নেই,
নেই বন্যা আর খরা
তবুও আমরা বসে আছি
এক অনিশ্চিতের দিকে মুখ তুলে।
0 Comments