যা হবার তা তো হবেরে ভাই…
কে কবে আটকাতে পেরেছে তাই?
এসব রঙ্গ দেখে তাই হাত তালি মেরে যাই-
রোজায় হচ্ছে ব্যাপক সংযম পর্দার আড়ালে
কেউ হানা দেয় দোকানে, কেউ আড়তে ভেজালের খোঁজে-
ভেজাল মানুষে যে ভরে গেছে সারা দেশ তা কে দেখে?
সংযমে আছে ব্যবসায়ী, সংযমে পুলিশ আর সরকারী কর্মচারী
সংযম দেখে মাঝে মাঝে ইচ্ছে করে দু-একটা ঘুষি মারি।
ধর্ম তোরে পারেনি শোধাতে, আইন তুই বিক্রি করিস
সন্দেহ হলেই বলিস তুই অমুক দল করিস।
আস্তিক-নাস্তিক সবাই আছে এককাতারে
ঘুষ নিতে গেলে চেতনা পকেটে পোরে
কেউ দেয়, কেউ নেয় এই যা তফাত-
অপরাধী আমরা সবাই, একই বাঙ্গাল জাত।
[বিঃদ্রঃ এটাকে ঠিক কবিতা বলা যাবে না। ছড়া হলেও হতে পারে। আবোল তাবলের লেখা। রমজান যে সংযম শেখায় মানুষকে, অন্তত শেখানোর কথা ছিল, তার সিকিভাগও বাঙ্গালী মনে রাখে না]
হা হা, খুব ভাল খুব ভাল, এইতো সংযম।