সংযমের মাস

May 26, 2018কবিতা1 comment

যা হবার তা তো হবেরে ভাই…
কে কবে আটকাতে পেরেছে তাই?
এসব রঙ্গ দেখে তাই হাত তালি মেরে যাই-
রোজায় হচ্ছে ব্যাপক সংযম পর্দার আড়ালে
কেউ হানা দেয় দোকানে, কেউ আড়তে ভেজালের খোঁজে-
ভেজাল মানুষে যে ভরে গেছে সারা দেশ তা কে দেখে?

সংযমে আছে ব্যবসায়ী, সংযমে পুলিশ আর সরকারী কর্মচারী
সংযম দেখে মাঝে মাঝে ইচ্ছে করে দু-একটা ঘুষি মারি।
ধর্ম তোরে পারেনি শোধাতে, আইন তুই বিক্রি করিস
সন্দেহ হলেই বলিস তুই অমুক দল করিস।

আস্তিক-নাস্তিক সবাই আছে এককাতারে
ঘুষ নিতে গেলে চেতনা পকেটে পোরে
কেউ দেয়, কেউ নেয় এই যা তফাত-
অপরাধী আমরা সবাই, একই বাঙ্গাল জাত।


[বিঃদ্রঃ এটাকে ঠিক কবিতা বলা যাবে না। ছড়া হলেও হতে পারে। আবোল তাবলের লেখা। রমজান যে সংযম শেখায় মানুষকে, অন্তত শেখানোর কথা ছিল, তার সিকিভাগও বাঙ্গালী মনে রাখে না]

1 Comment

  1. Tamal Anwar

    হা হা, খুব ভাল খুব ভাল, এইতো সংযম।

    Reply

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This