তুমি ঘুম থেকে উঠলেই, আকাশটা মেঘলা
চোখ খুললেই মনভার রিমঝিম,
তুমি আড়মোড়া ভাঙলেই ঝড়ো বাতাস –
চারিদিক মেঘকালো বজ্রের হুঙ্কার।
তোমার চাহনিতে সে ঝড় চলে অবিরত দিগ্বিদিক
তুমি যাই বলো, আমি মেনে নিই ঠিক ঠিক।
তবু কেন মুখ কালো ভার তোমার?
তোমার জন্য আমি প্রকৃতি সেজেছি
ঝড়ে নুয়ে পড়েছি বহুবার,
তবু কেন কান্না-ই হতে হবে তোমার হাতিয়ার?
জানোতো, দিন শেষে যেমন রাত আসে,
বর্ষনের পরে সূর্য হাসে-
তেমনি ঝড়েরও শেষ আছে –
জীবন একটা না একটা রাস্তা খুঁজেই নেবে,
প্রকৃতি শুন্যস্থান কখনো রাখে না।
তুমি আমার জীবন হও, সূর্য মাখা হাসিমুখ হও,
নয়ত জীবন অন্য রাস্তা ঠিকই খুঁজে নেবে।
0 Comments