তোমাকে দেখার অসুখ

Jul 25, 2024কবিতা0 comments

আমাকে দেখার অসুখ থাকুক
আরেকটু বেঁচে থাকুক আশার প্রহর
এ জন্মটা যার দানে পাওয়া
তার কাছে কিছুটা ভালোবাসা ফিরুক।

দিগন্ত বিস্তৃত মেঘের ছায়ায় আজ ফুটুক
কাঠগোলাপের মায়ায় জড়িয়ে যাক বোধ
আমার সমস্ত অন্তকরন শুধু একটাই প্রার্থনায়
বেঁচে থাকুক ভালোবাসা,
– যেভাবে ছিলাম শিশুর মত করে।

তোমাকে দেখার অসুখ থাকুক
গভীর রাতের তৃষ্ণার মত করে
মুঠোফোনের ওপাশে ছায়ার আদলে
আমার আরেকটা জন্ম হলেও…।

ফিরতে চাই না, তবু ফেরা হয়
একটা শূন্যতা নিয়ে
কেউ নেই, কারো আওয়াজ নেই
ভাল নেই, মন ভালো নেই।

আমার শূন্য ঘর, হেলার বসতি
আমার উদাস মন, বিষন্নতায় আসক্তি।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This