আমাকে দেখার অসুখ থাকুক
আরেকটু বেঁচে থাকুক আশার প্রহর
এ জন্মটা যার দানে পাওয়া
তার কাছে কিছুটা ভালোবাসা ফিরুক।
দিগন্ত বিস্তৃত মেঘের ছায়ায় আজ ফুটুক
কাঠগোলাপের মায়ায় জড়িয়ে যাক বোধ
আমার সমস্ত অন্তকরন শুধু একটাই প্রার্থনায়
বেঁচে থাকুক ভালোবাসা,
– যেভাবে ছিলাম শিশুর মত করে।
তোমাকে দেখার অসুখ থাকুক
গভীর রাতের তৃষ্ণার মত করে
মুঠোফোনের ওপাশে ছায়ার আদলে
আমার আরেকটা জন্ম হলেও…।
ফিরতে চাই না, তবু ফেরা হয়
একটা শূন্যতা নিয়ে
কেউ নেই, কারো আওয়াজ নেই
ভাল নেই, মন ভালো নেই।
আমার শূন্য ঘর, হেলার বসতি
আমার উদাস মন, বিষন্নতায় আসক্তি।
0 Comments