শুধু মুখপানে চেয়ে কাটিয়ে দেব
আরো এক হাজার বছর,
শুধু তুমি এমন ঝড়ো রাতের-
খেয়ালি বাতাস হয়ে বয়ে যেও।
হাত দুটি ধরে চেয়ে থাকব নিশীথ পানে
আরো এক জীবন,
শুধু তুমি এমন ভোরের-
হিমেল হাওয়া হয়ে যেও।
আমার কুমড়ো ফুলের মাচায়
একটা দুটো ভ্রমর-
হলুদ ডোরাকাটায় গুঞ্জন তুলে যাক,
শুধু তুমি শেষ প্রহরে উঠোন জুড়ে থেকো।
আমার নিভু-নিভু প্রদীপ সলতে
সন্ধ্যে হলে জ্বেলে দিও,
আমি আজন্ম তোমার আচঁলে বাঁধা রব।
ভালোবাসার বড় কাঙাল আমি
যেমনটা এই মাটি আর বাতাসের
এই রোদ আর ঝড়ের,
উড়ে যাওয়া কাক, শালিক আর দোয়েলের,
এক পায়ে ঠায় দাঁড়িয়ে থাকা কমলা বকের।
একটা জীবন কাটিয়ে দেব তোমার ছায়ায়
শুধু হাতটা দিয়ে স্নেহের আঙ্গুল ছুঁয়ে দিও।
আবার যদি জন্মাই, ফিরে আসি এই মাটির সীমানায়
আরেকবার আমাকেই খুঁজে নিও
যে ঋনের জালে বেঁধেছ – তা ভালোবাসায় শোধ নিও।
0 Comments