মাসে বার দুয়েক বালিশের পাশে এসে মাথা রাখাটাই প্রেম নয়
প্রেম আরো অনেক গভীরে ছিলো, অনেক রাত আর ভোরের গল্পে
এখন সবটুকুই অভ্যাস অথবা অভিনয়।
তুমি যা শুনলে খুশি হবে, সেটা বলাটাই আনন্দ নয়
হয়ত আমি কিছুক্ষণ একা থাকতে চাইছি
অবহেলা যখন অভ্যাসে পরিনত হয়েছে, তখন সঙ্গ বিরক্তিকর।
এভাবেই বাঁচতে হয়, যখন সময় পথ হারায়
চুম্বন হয়ে ওঠে অসহ্য আর অন্ধকার ফিরে আসে রাত হয়ে-
মেঘের পরে মেঘ জমে অভিমান ঝর্ণা বানায়।
জীবনের হাঁটে সওদা করতে গিয়ে
কিছু দোকানি মাপে ভুল দেয়, কিছু ক্রেতা ঠকে
আসলে মানুষ অন্যকে ঠকায় না, নিজেই শেষে ঠকে যায়।
0 Comments