পথ চলে গেছে একাই

Aug 26, 2024কবিতা0 comments

যেতে যেতে ফিরে দেখি
পাশে হাঁটার কেউ নেই
ভালো নেই, মন ভালো নেই
পথটা আর চেনা নেই।

যে প্রতিজ্ঞায়, যে মায়ায়
বুড়ো অশ্বথের ছায়ায়
দিন কাটে হাওয়ায় হায়
সময় বাঁচায়, কার ইশারায়?

যেতে যেতে দেখি তুমি নেই
ঘরে নেই, মনে নেই,
জীবনের মানে নেই
পথে নেই, মাঠে নেই
কিছুই চেনা নেই।

সকলি গেছে শুক্লপক্ষের বনে
কোন পথে, কার সনে?
আমার নেই, তোমার নেই
কারো কিছু মনে নেই।

সব পথ যায় মিশে-
হাস্নাহেনার পাশে।
কাঠগোলাপ মাটিতে লুটায়,
কোন পথিকের পথে হায়।

ভ্রমর না করে গুঞ্জন
অমাবস্যার হল চরিত্র হরণ
মনে নেই, তবু প্রেম আছে
শুধু দেহ নিয়ে বাঁচে।

যেতে যেতে আর কেউ নেই,
শুধু পথ আছে আর আমি আছি
ভালোবাসাহীন নিঃসঙ্গ বাঁচি।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This