মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই দেখেছি
যারা কাঁধে হাত রাখে আর যারা ছুরিতে শান দেয়
দুটোই হাত, অথচ কি বিশাল তফাত!
একটাই জীবন ছিল দোয়েলের – শালিকের
এই হীম ঝরা কুয়াশার বাতাসের,
আমি মানুষকে ভালোবেসে তাদের কাছে অপরাধ করেছি।
খুব সাধারণ ইচ্ছে ঘুড়ি আমার – নীল আকাশ – জ্যোৎস্না অথবা রঙধনু
আমি একটা ঘাস ফড়িঙের জীবন চেয়েছি,
এইসব এলেবেলে স্বপ্ন ছেড়ে – অনেক দূর যাবার পণ করেছিলাম।
কিছুই হোলো না
আমি অভাজনে প্রেম করে নিঃস্ব হলাম,
মানুষকে ভালোবেসে আমি আজন্ম পাপী হলাম।
0 Comments