মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই দেখেছি
যারা কাঁধে হাত রাখে আর যারা ছুরিতে শান দেয়
দুটোই হাত, অথচ কি বিশাল তফাত!

একটাই জীবন ছিল দোয়েলের – শালিকের
এই হীম ঝরা কুয়াশার বাতাসের,
আমি মানুষকে ভালোবেসে তাদের কাছে অপরাধ করেছি।

খুব সাধারণ ইচ্ছে ঘুড়ি আমার – নীল আকাশ – জ্যোৎস্না অথবা রঙধনু
আমি একটা ঘাস ফড়িঙের জীবন চেয়েছি,
এইসব এলেবেলে স্বপ্ন ছেড়ে – অনেক দূর যাবার পণ করেছিলাম।

কিছুই হোলো না
আমি অভাজনে প্রেম করে নিঃস্ব হলাম,
মানুষকে ভালোবেসে আমি আজন্ম পাপী হলাম।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This