ফেরার পথ থাকে না কোন কোন সময়ে,
মাঝে মাঝে হারিয়ে যাই আবার চেনা পথেও।
চেনা রাস্তায় পথ হারিয়ে ফেলাটাও
মাঝে মাঝে আনন্দের –
এই সব ভুলে, তোমার সাথেও দেখা হয়ে যায় কখনও
ফেরার পথ ভুলে তোমার গলিতেও একবার ঢু মেরে আসি।
যদিও জানি ছ-বছর হয়েছে তুমি নির্বাসনে গিয়েছ!
কিন্ত…,
এই ঠিকানা বাদে তোমার আর কোন আস্তানা আমার জানা নেই।
পকেট ভর্তি শহরে আমি, পুরনো ঠিকানা নিয়ে হেঁটে ফিরি।
চেনা পথের ভুল রাস্তায় কিছুটা দূর হেঁটে আসি।
0 Comments