কবি বলেছিল …
কবিতা ফুরিয়েছে, কাগজের শেষ পাতা,
আসলে ফুরিয়েছে জীবন
বিশ্বাসের সেই বিন্দুটা।
আমার ভীষন অভিমান দলা পাকায়
গলায় আটকে থাকা ভাতের মত
এক গ্লাস পানির জন্য ছাতি ফেটে যায়
চৌচির সময়ে।
তবু ঢের খাবার বাকি থাকে তোমার থালায়,
শুধু আমার সময় ফুরায়।
একবার যে বিশ্বাসে ঘুন ধরে
যে প্রেমে শকুনের ছায়া
শুধু শরীর দিয়ে নয়, মন দিয়েও যখন বুঝতে পারিনা, কি চাও?
জোড়া লাগে না সেখানে বর্তমান।
আমার দম বন্ধ হয়ে আসে এই চারদেয়ালে
নিজেকে কেমন বন্দী মনে হয় তোমার সাথে।
শব্দ বোমায় আমি যে আহত হই, তা দেখেও কেউ দেখে না
প্রতিদিন যে একটু একটু করে মরে যাই কেউ জানে না।
কেউ খবর রাখে না এই চল্লিশে আমি পঞ্চাশেরও অধিকবার মরেছি।
0 Comments