চল আরেকবার বিষাদ ভেঙে ইচ্ছের নীল রঙে হারাই
দিগন্ত জুড়ে আরেকবার দেখি অবাক সমুদ্রের গান
হাত ধরে পার হই আরেকটি স্বপ্নমাখা ভোর
যেন এই জেগে থাকাই আমাদের হারানো প্রেম।
যেখানে ভালোবাসা পুরনো স্মৃতির মত কালবৈশেখি হয়ে আসে
ভেঙে দেয় পুতুলখেলার ঘর-
চল সেখানে আবার ফোঁটাই ফুল, আমাদের ইচ্ছের বালুচর
যেন এই ভাঙার বেলায় শুনি জোয়ারের গান।
আমি একপা বাড়ালেই হারিয়ে যাই জনসমুদ্রে
হাত ধরে রাখার কেউ নেই-
আমি চোখ বুজলেই শুনি বিরহের গান
রাত ভোর ঘুম নেই, স্বপ্ন দেখার কিছু নেই।
চল আরেকবার গোলাপী ডানার পাখি খুঁজি
একরাশ সুবজের মাঝে দেখি হলুদের বিস্ফোরণ
অথচ, আমার কংক্রিটের দেয়াল জুড়ে মোনালিসা হাসে
যেন পিকাসো বসে আছে রং তুলি হাতে।
চল আমাদের বিষাদ ভেঙে সংলাপে বসি
দেশ জুড়ে নামুক প্রেমের বৃষ্টি, অবাক উষ্ণ কুয়াশা
ভেসে যাই মায়ায়, হারিয়ে যাই কৃষ্ণচুড়ার ছায়ায়
যেন সব মিছিল শেষ হয় আমাদের কাছে এসে।
0 Comments