আমি নাম কেটে দেই

Oct 23, 2021কবিতা0 comments

আমি নাম কেটে দেই,ছায়া মুছে দেই
আমি জেনেছি সমুদ্র সমান আঁধারেও
একা থাকো তুমি, নিজেকে নিয়ে বাঁচো
আর কোথাও, কোন সময়েই ফেরা হবে না তোমার-
না নীলে, না বিষাদে,
না প্রেমে, না ঘৃনায়
নয় দ্ব্যর্থহীন ভালোবাসায়।

আমি নাম কেটে দেই, ছায়া মুছে দেই।
আমি জেনেছি সমুদ্র সমান আঁধারেও আমি একা!

যে পথের শেষে কেউ হাত ধরে না
বেলা শেষে কারো স্নেহের ছায়া পড়ে না
আমি জেনেছি সে পথটাই আমার।

যে ভুলের মাশুলে দুটি জীবন এক হয়
আমি সেই ডাকঘরে শেষ তালা মেরেছি।
আমি জেনেছি মানুষ বড় একা হয়!

আমি জেনেছি এই লোভ, ঘৃনা আর চতুরতাই সংসার।

আমি বেলা শেষে জেনেছি প্রত্যাখ্যানই উত্তম!

আমি জেনেছি আমার আমিতেই শুধু আমি হয়!

এক আছে দুই নেই, ছায়া নেই, প্রেম নেই,
আমি জেনেছি মানুষ বড় একা হয়।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This