মৃত আর্তনাদ

Aug 31, 2021কবিতা0 comments

দেয়ালে দেয়ালে ঘোরে মৃত ইচ্ছার আর্তনাদ –
ক্ষনিক বৃষ্টি, মেঘ জমা বর্ষার আকাশ।
ভালোলেগে যদি মানুষ হয়, তবে ভালোমানুষিতে কেন সর্বনাশ?
কেন জাগে বুকে অহংকারের তীব্র নিনাদ?

কেন রাত জেগে দীর্ঘ ভোর আসে,
বাতাসে নিকোটিন বিষ ভাসে-
দু-পেয়ালা মদির সুধা, গন্ধে জীবন হাসে
এই প্রেম ক্ষনিক শেষে কামনায় ভাসে!

যতটা সরল ভেবে অংক মেলাই জীবনের
ততটা জটিল ভেবে চুমু খাইনি ঐ ঠোটে,
শুধু ভালোলাগাতেই ক্ষনিক আবেগে-
জীবনের বাকি সব হিসেব পেছনে ফেলে।

সুতো অনেক, কিন্তু জীবনের গল্পটা এক
যদি ফিরে চাও তবে হাত বাড়িয়ে রই –
এক পেয়ালার সুধায় আমি মগ্ন রই!

আমি দেয়ালে ঝুলে রই মৃত আর্তনাদে-
তোমার প্রেম কার বাহুডোরে হাঁসে?

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This