কেনো দিন-দুপুরে মেঘলা আকাশ জুড়ে মনছবিতে রও,
আমার যত আলসেমিতে, ঘুম ভাঙ্গানো ঘুমের ঘোরে রামধনু সাজাও?
কেনো বৃষ্টি শেষে মাতাল হাওয়ায় সুখের স্মৃতি জাগাও
আমার যত গোপন ঘোরে কামিনী সুবাস ছড়াও?
এমন দিনে তোমার আমার গোপন যত অভিসারে
লাল-নীল গল্পের খুনসুটিতে বিকেল যাচ্ছে যেন উড়ে।
বৃষ্টিতো নয় যেন উঠেছে স্মৃতির সাগরে ঢেউ
এই ব্যস্ত আর নষ্টদের শহরে মনে করেছে তোমায় প্রিয় কেউ!
একটুখানি দুরালপনীতে ডাকছো না কেন তোমার ওই মন
অপেক্ষায় আছি, দিন মাস, বছর… আর কতক্ষন?
চলছে না ঘড়ি, কাটছে না সময়, ঘুরছে না জীবন গাড়ির বৃদ্ধ চাকা,
ব্যাস্ত শহর, ধোঁয়ার শহর, প্রানের শহর, এখন স্বার্থপরতায় ঢাকা।
চলো হাত ধরে আরেকবার হারাই, কৈশোরের প্রেম আর যৌবনের উচ্ছলতায়
আরেকবার নীলাকাশে উড়িয়ে ঘুড়ি, বলি – ভালোবাসা-ই শুধু ভালোবাসায়।
দ্রষ্টব্যঃ এটা একটা গান হতে পারে। ঠিক কবিতা নয়, তবে কিছুটা মন ভালো করে দেবে।
0 Comments