সকাল থেকেই বেজায় কুয়াশা
অথচ মাঘের শীত উধাও চরাচর থেকে
নিজের হাত দেখি না এমন ঘন কুয়াশা
আর আমার বুক পকেটে বিষন্নতা।
প্রকৃতি থম মেরেছে না বলা কথার অযুহাতে
তোমাকে খুঁজবো কি করে?
নিজের আত্মাটাই দেখছি না,
মাঘের উনিশ তারিখে তাই আমি দিক হারালাম।
কেউ একজন কুয়াশার অন্ধকারে হাত বাড়িয়েছে
কালো লোমশ হাত, বড় বড় নখ,
আঁচড়ে দেবে নাকি?
আমি দৌড়ে পালালাম।
জাদুর শহরে কাউকে বিশ্বাস নেই
এখানে ভালোবাসা বিক্রি হয় কাঁচের জারে
সতীত্বের মূল্য দু’শ তিপ্পান্ন টাকার মত
একবেলা খাবার খেতে লাগে ষাট টাকা।
কে কার খবর রাখে?
আমি জোড়াতালির জীবনে ঝিরি পথের বদলে-
শহরের গলিতে পোড়া ইটের মাঝে পথ হারালাম।
এখন মাঘের শীত খুঁজতে বের হব!
শেষবার যার চোখে কুয়াশা দেখেছিলাম, চোখের তারায় আগুন প্রেম
তাকে আরেকবার দেখতে খুব ইচ্ছে হচ্ছে।
একটাই প্রশ্ন করতে চাই –
শীত কোথায় গেলো, আমার হিমহিম মায়া চাদর কই?
0 Comments