এখন একা থাকতে চাই
খুব নীরব দুপুরের রাস্তার মত
ছায়ায় বসে থেকে এক-দুজন
– পথিক দেখব।
কারো সাথে কথা বলতে চাই না,
কোথাও যাবার খুব তাড়া নেই।
ভাত খাবার তাড়া নেই,
তরকারির নুন দেখার ইচ্ছা নেই,
কে চলে গেলো জিজ্ঞেস করার নেই।
এখন একটু থামতে চাই
নিরবিচ্ছিন্ন বিশ্রাম দরকার।
আমার খুব নীরব কোণে
শীতল ঘরের আরামদায়ক কৃত্রিমতায়।
মাঝে মাঝে তাই মরে যেতে ইচ্ছে হয়
দু-এক শতাব্দীর জন্য
যেখানে আমার কেউ নেই
আমিও কারো নই
শুধু ছায়ায় বসে মানুষ দেখব!
0 Comments