এখানে একটা ভেজা অসুখ
শুন্য পকেটে দীর্ঘ রাত….
আর প্রিয় কোন মুখ।
তবু ক্লান্তি পথ ভার করে আসে
আমার পাশে স্মৃতির মত,
চুপটি করে বসে।
বুকের ডান-বাম নয় ঠিক মাঝখানে
যেখানে গোপন অভিলাষে,
প্রেম সংগোপনে হাসে।
যখন রাত নামে, দীর্ঘ হয় কবিতারা
জানি আসবে তুমি হয়ে রাতের তারা।
জোনাক জ্বলা, ইচ্ছে ঘেরা,
নিজের মত ঘরে ফেরা-
তোমার-আমার সে অরণ্যবাসে,
লাল-নীল স্মৃতির ক্ষনিক পাশে।
প্রেম দীর্ঘ হয়, রাত নামে কবিতায়
তোমার গল্পে আমি অন্তরায়।
যদি আরেকবার ফিরে আসি
এই আমার বন-পাহাড় ছেড়ে,
হাতটি ধরে ছায়ার মত করে –
হাঁটবে কি আমার সাথে মেয়ে?
0 Comments