আমাদের সময় কেটে যায় নির্লিপ্তততায়,
আর আমরা আরেকটু এগুই মৃত্যুর দিকে
শুধু শেষ কটি দিন কাটাই মূহুর্ত ফিরে পাবার আশায়।
আমাদের হাতে ধরা থাকে ব্যস্ততার পাণ্ডুলিপি
সময় হাতড়ে আমরা শুধু ছায়া খুঁজি
অথচ, যে দেহে আছে প্রান তার হিসেব না বুঝি।
আমাদের ভালোবাসা রঙিন থেকে হচ্ছে সাদাকালো
হাত বাড়ালেই কাছে, তবু দূরত্ব এক আলোকবর্ষ
আমাদের ছায়াপথে পৃথিবী নেই-
আছে অবোধ অভিমানের তারকাপুঞ্জ।
আমরা ভালোবাসি বলতে ভুলে গেছি,
আমরা একসাথে হাঁটতে ভুলে গেছি,
দু-দন্ড সময় হয় না আমাদের চোখে চোখ রাখার
আমরা মানুষ হয়ে বেঁচে থাকি আলোর মত ব্যস্ততায়।
শুধু শেষ বেলাতে মূহুর্ত খুঁজে পাবার আশায়
আরেকবার কৈশোর আর যৌবনের প্রিয়তমার হাত ছুঁয়ে দেবার আশায়।
আমরা আজন্ম পাপ জলাঞ্জলি দিতে চাই।
একমুঠো বাতাসের জন্য আমাদের ফুসফুস যখন নিরন্তর যুদ্ধ করে চলে,
আমরা তখনও ভুল করে বলি না, “ভালোবাসি বলা হয়নি”।
0 Comments