আমার একটা সাদা রঙের ইচ্ছের মৃত্যু হয়েছে
তার ছায়া ছিলো ধূসর, বিবর্ণ, সেদিন সূর্য ছিল মন্থর আর উষ্ণ।
আমি কোন শোকবার্তা পড়িনি, কোন বিলাপ ছিলনা শেষকৃত্যে
বিদায় বেলা তাকে শুধু একটা হলুদ গোলাপ দিয়েছি।
জানিয়েছি, আমাদের খুব দীর্ঘ জীবন আর ভাল সময় কেটেছে
আমরা পরস্পরকে আলিঙ্গন করলাম আর মদের পাত্র হাতে নিয়ে বললাম – “যাত্রা শুভ হোক”।
আমরা আগামির জন্য প্রার্থনা করলাম,
আমাদের অতীত স্মৃতি রোমন্থন করা হল।
আমাদের বন্ধু জ্বরা, প্রেম, ব্যাধি আর মৃত্যু উপস্থিত ছিল সে সভায়
সবাই আমার দীর্ঘ জীবনের নিমিত্তে একই পেয়ালা থেকে পান করেছিল।
বিদায় সভা শেষে আমরা নিজ নিজ পথ ধরলাম
মৃত্যু শুধু একবার জানতে চাইল –
আমার সাথে কার ছায়া যাবে লোকান্তরে?
0 Comments