অনেক গভীর ইচ্ছেরাও মাঝে সাঝে দুহাত বাড়িয়ে
তল পায়না এই হতচ্ছাড়া গভীরে
যারা স্বপ্ন দেখেছিল, অনেক নতুন ভোরের
তারাও এখন সাদাকালো
শুধু পৃথিবীর পথে রয়ে গেছে কিছু ধুলোবালি
“আমাদের মনে রেখো” – এটাও বলে যায়নি তাদের কেউ
“আমরা তোমাদের ভাই, বোন কিংবা প্রেমিক হতে পারতাম
বেঁচে থাকলে কালোবাজারী ব্যবসায়ী, অথবা হতচ্ছাড়া কবি,
আমাদের স্মৃতিস্তম্ভে ফুল দিও এটাও চাইনি।”
শুধু মনে হয়েছিল সময়টা এখন নিদারুণ
কি সুন্দর রক্তিম, প্রিয়ার ঠোটের মত
যদি মরতে হয়, একবার আদর্শের জন্য
তবে এটাই শ্রেষ্ঠ সময়।
একটু পরে মত বদলে আমি বুনো হাঁস হয়ে যেতে পারি
অথবা, সবাইকে প্রেয়সীর মত দেখা কামুক কবি।
থাকুক না কিছু বোকা, সাদাকালো মানুষ
তারা মিথ্যে সময়ে মরেছিল তোমাদের সত্যির জন্য।
পঞ্চাশ বছর পরে না হয় গালিতেই স্মরণ কোরো –
“শ্লা – যত সব আজগুবি আবেগ।”
0 Comments