এই ফেরার বেলায় কাশফুল মাড়িয়ে যেও
প্রতিক্ষায় থাকুক চাতক বৃষ্টির মগ্নতায়
আরো কিছুখন সময় কাটুক শুভ্রতায়
আমাদের করা ভুল, ফুটুক হয়ে ফুল।
হাত ছেড়ে হারাবার আগে ভীড়ের মাঝে
একবার ফিরে যেও শৈশবের উৎসাহে
চেনা শহরে, পরিচিত গন্ধ মেখে-
বুকে লুকিয়ে রেখো কিছুটা অপ্রেম।
আলো নিভে যাবার আগে, ফিরে এসো শেষবার
আমি জোনাকি হয়ে ঘাসের ডগায় রাত পোহাবার অপেক্ষায়।
হেমন্তের খোলা মাঠে, দুরন্ত বাতাসের সাথে
ফিসফিস করে শোনাবো রাত্রির গান।
কলাপাতায় মোড়ানো লুকিয়ে আনা ডাল-চালের মিশ্রন
আমপাতার ছাউনিতে বসে বৃষ্টি দেখা
অমৃতের স্বাদে আঁজলা ভরা যৌবন
ফেরার আগে একবার মনে করে নিও।
রোদ্র দিনে যখন মগ্ন সব বৃষ্টির প্রার্থনায়
আমার চাতক চোখ খোঁজে তোমার ছায়ায়
হারায়…হারায় আমার আঙিনায়
ফেরায় তার মন ফেরায় শূন্যতায়।
যদি ফিরে আসো আমার এ ধরায়
কিছুটা অপ্রেম নিয়ে বুকে পুষে রেখো আমায়।
0 Comments