পড়ে গেলে সবকিছু ভাঙ্গে না, শুধু ফাটল ধরে
দূরে গেলেই মানুষ সব ভোলে না, তবু সময় কাটে
আমার এই চুপ থাকা, নিঃশব্দে জোনাক খুঁজে বেড়ানো
সব নিঃশ্বাসের জবাব না দেয়া, তবু মন বোঝে না।
প্রেম একদিনে মরেনি,
ভালোবাসা এখনি হারায়নি
ধীরে ধীরে মৃত্যু হয়েছে একটি নক্ষত্রের।
যে পথে আমরা হেঁটেছিলাম ক্রুদ্ধ আলোর নিচে
আমাদের কোনোদিনই ছিলো না।
ধার করা সে সময়ে গোলাপ ফুটিয়ে, মশাল জ্বেলে
যে পণ আমরা করেছিলাম, তা শুধুই মিথ্যে।
আমাদের যা ছিলো তা ফুরিয়েছে, এখন বেলা শেষ-
কেউ কেউ ভালোবাসা আজীবন ধরে রাখতে পারে,
কিন্তু আমার কাছে সেটা বায়বীয় প্রতিজ্ঞা।
ভালোবাসা পানির মত, শুধু গড়িয়ে যায়।
অবহেলায়, আর অহংকারে যে সময় চলে গেছে
সে ফিরে আসবে না, যেমন এই তারুণ্য আর সবুজের গান।
এখানেই যতিচিহ্ন, বিরামের কোন অবকাশ নেই,
সময় সবচেয়ে বড় ঘাতক, প্রেমেরও পরিত্রান নেই।
0 Comments