এলোমেলো যাপিত জীবন

Sep 28, 2022কবিতা, সাহিত্য0 comments

এখানে যখন তখন সন্ধ্যা নামে
নামে যমদূতের মত কালো নিকষ আঁধার
এখানে রাতগুলো ভোর না হয়ে কুয়াশায় ঢেকে যায় দিগন্ত
ঘাসফুলের বুকে জমে যায় আকাশের কান্না।

তুবুও মাঝে মাঝে আমার খুব বাঁচতে ইচ্ছে হয়
মনে হয় পিচাশগুলো আবার মানুষ হয়ে গেছে
ভালোবাসা স্বার্থের কারনে ভেসে যায়নি,
মাঝে মাঝে আলো দেখি সূর্যের
ভাবতে ভালো লাগে – এই তারার নিচের জন্মটা অনর্থক যায়নি।

সম্পর্কগুলো প্রাচীন হতে হতে শ্যাওলা গজায়
পথে জমে ধুলো আর ক্ষোভের দেয়াল
কারন আমাদের কথা হয় না
মন খুলে শিশুদের মত আমরা আর বায়না করি না।

শুধু বিষন্ন অভিমান বুকে পুষে রেখে রাত নামাই আকাশে
মাঝে মাঝে তবু মনে হয় “ভোর এসেছে”
আলো দেখি জানালার আড়ালে
আশায় আবার বুক বাঁধি, নেমে যাই জনসমুদ্রে।

মাঝে মাঝে তাই মনে হয় এই গ্রহে জন্ম নেয়াটা হয়ত ভুল হয়নি
মনে হয় সন্ধ্যা নামলে পাখিদের মত-
ফিরে যাবার একটা নীড় আছে,
ভীড়ের মাঝে হারিয়ে যাবার ভয়ে ধরে রাখার মত একটা হাত আছে।

আবার কোন এক রাতে পথ হারিয়ে ফেলি
এই শহরের সবগুলো পথকেই মনে হয় ফেরার রাস্তা।
হঠাৎ করে তাই ভুলে যাই, আমারো একটা মানবজন্ম ছিল
আমিও একদিন ভালোবেসে এই শহরে এসেছিলাম।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This