এখানে যখন তখন সন্ধ্যা নামে
নামে যমদূতের মত কালো নিকষ আঁধার
এখানে রাতগুলো ভোর না হয়ে কুয়াশায় ঢেকে যায় দিগন্ত
ঘাসফুলের বুকে জমে যায় আকাশের কান্না।
তুবুও মাঝে মাঝে আমার খুব বাঁচতে ইচ্ছে হয়
মনে হয় পিচাশগুলো আবার মানুষ হয়ে গেছে
ভালোবাসা স্বার্থের কারনে ভেসে যায়নি,
মাঝে মাঝে আলো দেখি সূর্যের
ভাবতে ভালো লাগে – এই তারার নিচের জন্মটা অনর্থক যায়নি।
সম্পর্কগুলো প্রাচীন হতে হতে শ্যাওলা গজায়
পথে জমে ধুলো আর ক্ষোভের দেয়াল
কারন আমাদের কথা হয় না
মন খুলে শিশুদের মত আমরা আর বায়না করি না।
শুধু বিষন্ন অভিমান বুকে পুষে রেখে রাত নামাই আকাশে
মাঝে মাঝে তবু মনে হয় “ভোর এসেছে”
আলো দেখি জানালার আড়ালে
আশায় আবার বুক বাঁধি, নেমে যাই জনসমুদ্রে।
মাঝে মাঝে তাই মনে হয় এই গ্রহে জন্ম নেয়াটা হয়ত ভুল হয়নি
মনে হয় সন্ধ্যা নামলে পাখিদের মত-
ফিরে যাবার একটা নীড় আছে,
ভীড়ের মাঝে হারিয়ে যাবার ভয়ে ধরে রাখার মত একটা হাত আছে।
আবার কোন এক রাতে পথ হারিয়ে ফেলি
এই শহরের সবগুলো পথকেই মনে হয় ফেরার রাস্তা।
হঠাৎ করে তাই ভুলে যাই, আমারো একটা মানবজন্ম ছিল
আমিও একদিন ভালোবেসে এই শহরে এসেছিলাম।
0 Comments