একলা মানুষ

May 2, 2022কবিতা0 comments

অনেক রক্ত গরম নিয়ে বড় হওয়ার জেদ –
মুছে যায় নেশাতুর হয়ে,
বুঝে গেছি এতদিনে
পৃথিবীতে একলা বড় হতে হয়,
ইস্পাতের মতো দৃঢ় হতে হয় আবেগ।

কেউ কারো নয় একথা সত্য বড়
যদি ছায়াও সরে যায়
ভয়ে হও জড়সড়,
জেনে রেখো সূর্য একা, একা থাকে চাঁদ,
জীবনে বড় হয় যারা, একাই আনে প্রভাত।

আমাদের কলতানে ধরণীর না হয় উপকার
বাতসের না হয় শুদ্ধি,
তবু মানব জনম পেয়ে
ঘটে রেখো কিছু বুদ্ধি।

যার যার রাস্তা তার তার অভিলাষ
দিন শেষে মানুষের কাছে তুমি শুধুই স্মৃতির লাশ।

নিজের জন্য বাঁচো, নিজেকে নিয়ে থাকো
যেও না অধিক বসন্তের আশায়-
মিছে সে মায়ায়, প্রেমে, ক্লান্ত সময় নেড়ে
হতাশায় মন শুধু কাতরায়।

অনেক স্বপ্ন নিয়ে দেখা সে পরিবর্তনের পৃথিবী
তুমি নিজেতে হও, অন্যের আশায় কেন কর বসতী?
অনেক দোর ঘুরে জেনেছি
সুখী যদি হতে চাও,
নিজেকে নিয়ে বাঁচতে জানতে হয়।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This