একটা দিন নির্বিঘ্ন চেয়েছিলাম আকাশের কাছে
মুষলধারে বৃষ্টি হোক অবিরাম
আমি দ্বিতীয় দিনের জন্য বাঁচি না
আমার কোন আগামীকাল নেই,
নেই গতকাল আর পরশু-
আমার বর্তমান এই উজ্জ্বল রোদে পুড়ে সোনা হোক।
পথের দুধারে জমে থাকা ভুল রঙের ফুল
গভীর চিন্তায় মগ্ন বুদ্ধ –
আলেকজান্ডারের তলোয়ার, ম্যাসিডনের সিংহাসন
ফারাওয়ের মেম্ফিস, ব্যাবিলনের ঝুলন্ত বিস্ময়
আমার কাছে সব অর্থহীন লাগে।
শুধু জীবন থেকে একদিন ছুটি চেয়েছি
চেনা গ্লানি আর অচেনা ধূর্তদের অদ্ভুত বিশ্বাস থেকে
একটা বৃষ্টির দিন – কাঁঠাল পাতার ফাঁকে টুকরো রোদ
মেঘলা দিন, থালায় গরম ভাত আর আয়েশ করে বসে পাতার ঝরে যাওয়া দেখব।
0 Comments