আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ!!
আমার হয়ে সময়টুকু পৃথিবীকে দেয়ার জন্য কৃতজ্ঞতা
আমার রোগ, শোক আর গল্পে,
মায়া, প্রেম আর জ্বরায়, এই বিপুলা ধরায়
ঘৃণা আর উত্থানে, পাপে আর ক্ষুধায় – তোমাকে ধন্যবাদ।
তোমার জন্য জীবন থাকুক উচ্চারিত বোগেনভিলিয়ার মত করে –
মৃত্যু আমার।
তোমার জন্য শান্তি উচ্চারিত হোক বুদ্ধের গভীর ধ্যানে –
যুদ্ধক্ষেত্র আমার।
আনন্দ তোমার, মন খারাপ শীতের সকাল আমার
পাঁজরে লেপ্টে থাকা ক্ষুধার অপবাদ নিয়ে আমি লড়ে যাবো পৃথিবীজুড়ে
একমুঠো হাসি তোমার চরণ ধুলায়।
আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ!
তোমার আত্মা হোক শুদ্ধাচারী, উপাসনালয়ে দেবীর মত পুঁজো হোক তোমার
গোলাপের পাপড়ির উপর মুক্তোদানার মত উজ্জ্বল দুপুর রোদ থাকুক গ্রীবায়।
তোমার জীবন কাটুক নিশ্চিন্ত, কর্দমাক্ত পৃথিবী থেকে দূরে সুবজ ঘাসে –
ঝরা পাতার ভেঙে যাওয়া আমার।
পৃথিবীর সব দূর্ঘটনা ঘটে যাক তোমার অগোচরে
মিথ্যে আর বঞ্চনা লেগে থাকুক আমার গালে
সত্যের আলোয় উদ্ভাসিত হোক তোমার সকাল।
তোমাকে ধন্যবাদ-
আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।






0 Comments