কক্সবাজার নিয়ে ভ্রমন কাহিনী আমি কখনই লিখি না। আমার কাছে লেখার কিছুই থাকে না। অতিরিক্ত এক্সপ্লয়েট করা একটা ট্যুরিষ্ট স্পট। প্রথমবার যখন গিয়েছিলাম অসাধারন একটা অনুভুতি ছিল। তাও প্রায় দশ বছরের মত হবে।
এরপরও আরো অনেকবার যাওয়া হয়েছে কিন্তু আগের সেই অনুভুতি পাইনি। তাই এই লম্বা জার্নি করে আসা-যাওয়া করাটা আমার কাছে বেশ বিরক্তিকর আর অহেতুক খরচের মনে হয়।
তারপরেও অনেক সময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়।
তবে বৃষ্টি বেশ উপভোগ করেছি এইবার। বৃষ্টির মাঝখান দিয়ে মেরিন ড্রাইভে ছুটে চলা এক অন্যরকম আনন্দ।
একটা ট্যুরে অনেক ছবি এবং সেলফি ওঠালেও কিছু ছবি আছে যা আপনার মনে দাগ কেটে যাবে, এটা সেইরকম। এবারের কক্সবাজার ভ্রমনের সেরা ছবি।
এইটা মোবাইল দিয়ে তোলা প্যানারোমা, হোটেল কক্ষ থেকে। বৃষ্টির বিরতি চলছিল তখন। ছবিতে ক্লিক করলেই Flickr এ বড় করে দেখতে পারবেন।
সমুদ্রের বুকে সুর্যাস্ত সবসময়ই মনোমুগ্ধকর। টুপ করে সুর্যটা গায়েব হয়ে যায়।
আরো জুম করে যখন ছবি তুলতে গেলাম তখন চোখ প্রায় অন্ধকার হয়ে গেল।
শেয়ার করার মত আরো কখানা ছবিও আছে-
নয়নতারা, আমার নিজের বাসার বারান্দাতেও আছে।
এইবারের কক্সবাজার ভ্রমনের সময় ছবিও একদম তুলতে চাইনি। শেষবেলায় ইনানী বীচে এক পিচ্চি ডিএসএলআর ওয়ালাকে দিয়ে বউ-বাচ্চার কয়েকখানা ফটো তুলিয়ে দিয়েছি।
0 Comments