বড় আপন থাকে ছায়া,
রোদ এলে সে-ও হারিয়ে যায়
পড়ে থাকে কংকাল, মৃত মায়া…।
যেখানে সুখের লাগি, প্রেম বিরাগী
হারায় বোধ, জোটায় হিয়া,
অন্য সে ধর্ম, নিকষ সে প্রিয়া।
যত মত, তত পথ, পথের শেষে দুই-দুয়ারী
ক্ষনিক ভালোবেসে মিথ্যের সোয়ারী।
আপনি আচরি সে ধর্মে দিব্যকাল
হারায় যৌবন, হারায় প্রেমে বেসামাল।
আমারি হাতে সে হাত নরম বড়
দূরে গেলেই ভ্রম ছায়া নড়বড়।
সে ক্ষনিকের প্রেম, ক্ষনিকের মায়া,
বড় আশা তার দীর্ঘ সে ছায়া।
সে ছায়ায় অস্ত যায় সূর্য ভোর,
বড় আপন ভাবো যারে-
সেই বড় চোর।
বেসো না ভালো তারে
যেও না আপন লোকালয় ছেড়ে,
সে ছায়া প্রেম শূন্য থেকে আসে
আবার শুন্যেই মেলাবে।
0 Comments