বর্ণের প্রত্যয়ে ভালোবাসি বলে, ভালো নামের বাসাবাসিটাই
ঘাস হয়ে হারিয়ে, ঘাসফুলের বনে, সহজ শব্দের ভীড়ে
ভীষন অভিমান হয়ে,
কখনো ফুটে ওঠে বর্ণমালার প্রেম, সাদা কাগজে।
জলের তলে অতলের খেলা চলে কাদামাটির স্লেটে,
বর্ণমালা ফুটে ওঠে ছলছল শব্দে –
কী ভীষন নিরব আর গাঢ় অভিমানে।
আমাদের ভুলগুলো আধেক প্রেম আর আধেক অনুভুতিতে,
কলমের ঘাম আর মস্তিষ্কের শ্রমে
জ্বলে ওঠে না বলা কবিতা হয়ে, সাদা কাগজে।
ঘাঁসফুল ভালোবেসে ঘাসের প্রেমে পড়া যে তরুনী
যৌবনের প্রথম প্রেমে জীবনকে ভুল বর্ণমালায় সাজিয়ে
ডুবে গেছে সাদা কাগজের প্রেমে,
ক্ষনিকের ভালোবাসা তার জন্যেও রেখেছি।
সাদা কাগজের প্রেম বর্ণমালা হয়ে,
ফুটে উঠুক তার ঘাঁসফুলের বনে, সহজ শব্দ হয়ে।
0 Comments