বিশ্বাস বিক্রি হয়ে গেছে

Nov 22, 2024কবিতা0 comments

সব কিছু নষ্টদের দখলেই ছিল এবং থাকবে
শুধু সময় পরিবর্তন করে কি বোঝালে-
আমার থেকে তুমি ভালো এবং তার থেকে তারা?
তুমি শুধু অন্ধকারটাই দেখলে, আলোটা নেভালে ,
নতুন আলো কোথায়?

সব কিছু অন্ধকারেই ছিল এবং থাকবে
তুমি শুধু দীর্ঘশ্বাস বাড়ালে।

আমার নুন আনতে পান্তা ফুরোয় – তুমি অট্টালিকায় বসে মিটিং করো
আমার রাজপথে রাজা নেই, শুধু বিবস্ত্র আর উন্মাদ জনগণ
তুমি কোন আলোর পথে ডাক দিয়েছো?
তুমিও নষ্টদের দলে ছিলে, এখন কেন সাদা কাপড় পরে আসো?

আমার যানজট আর সড়কে মৃত্যু, তুমি ঘুমাও অস্ত্রের পাহারায়
তোমার রাস্তা বাধাহীন আর সবুজে ঢাকা
আমি পথ চলি বিবর্ন ধুলায় আর ঘামে, আমার পকেটে থাকে একশ টাকার ছেড়া নোট
আমার শাপলা আর স্মৃতির মিনার উৎখাত হয় দৃশ্যপট থেকে।

সব কিছু গোলমালে ভরাই ছিলো, আমাদের আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন
তুমি মিথ্যে রাজপ্রাসাদ বানালে।

রক্তের বন্যায় অন্যায় কখনো ভেসে যায়নি, যাবে না
এটা নিছক নতুন রক্তের আকুতি জানায় শুধু
আকাশের তারার মত তুমি আইনের ধারায় নিজেকে রাজা বানাও
তোমার উজির আর সেনাপতি কে?
প্রজা আছে শুধু প্রজা, এই জনপদটা প্রজাতন্ত্র যে বলেছিলো সে একটা আস্ত আহাম্মক
বিচিত্র এই জনপদ, সেলুকাস, সেলুকাস এ তুমি কোথায় নিয়ে এলে?

কোন বিপ্লবই স্বাধীনতা আনেনি, সাম্যের কথা বলেনি
যা বলেছে তা হচ্ছে ঘৃণার অন্যপৃষ্ঠা।
স্বদেশ রক্ত চায় না, স্বাধীনতা চায় না, চায় শুধু রাতের ঘুম
আর সকাল হলেই পেট ভরে পান্তাভাত।

তুমি কোন বিপ্লবের স্বপ্নে রাজপথে প্রজা নামালে
রাজত্বই যেখানে টেকানো দায়!
আমাদের রাজা নেই, রানি নেই, আমাদের নেই, নেই আর নেই।
আমাদের মনেও শান্তি নেই।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This