কি বিশাল শুন্যতা বুকে নিয়ে ঘুরি-
সে তুমি জানো না।
সুমদ্র সমান অভিমানেও আমি
তোমার চোখের তারায় হেসেছি আপ্রাণ।
আমার দিবস কাটে বিবশ,
আর রাত্রি নেশাতুর।
আমার শ্রম আর ঘামে, কেনা যে প্রেম, যে সুখ-
ঘুণপোকা কেটেছে তাতে, হারিয়ে গেছে প্রিয় মুখ।
কি হাহাকার বাজে রাস্তায়, পিচঢলা কালো শুন্যতায়
সে তুমি বোঝো না।
না পাওয়ার থেকে পেয়ে হারানোর ব্যাথা সুতীব্র
সে চিৎকার তুমি শোনো না।
কি ভীষন তৃষ্ণা বুকে লুকিয়ে আমি পথ চলি
সমুদ্রের দামেও তা ফুরোয় না।
আমার অর্ধেক জীবন গেল আশায় পথ চেয়ে
আমার অর্ধেক প্রেম গেল ভুল আকাশের নীচে।
নদীর মত বহমান ঘৃনা বুকে নিয়ে চলি –
সে তুমি জানো না।
প্রবল ঝড়েও সামলে রাখি আমার অভিমান
এ দেয়াল ভাঙ্গে না।
কি অসহায় এ বেঁচে থাকা কেউ জানে না
ভীষণ অসুস্থ সময় দেয়ালে দাঁগ কাটে না।
শুধু সময় কেটে যায় জীবনের দামে,
ফেরা হয়না পরিচিত রাস্তায় আর ঘামে।
0 Comments