আমাদের ফেরা হয় না

Nov 22, 2021কবিতা, সাহিত্য0 comments

যদিওবা ফিরব বলে ফেরা হয়নি আর, ঘরছাড়া মন কি চায় সে পথের সন্ধান?
যে পথে তুমি নেই, আমি নেই, মায়া নেই, আছে শুধু ক্লান্তিকর এক অভিমান।

ভাবব না আর কোন প্রেমের গল্প
ভেবে ভেবে ঠিক করি ধুরছাই , যেটুকু জীবন আছে অল্প।

এক নিমিষেই যে প্রেম, দিন থেকে হয় বিকেল আর রাত্রি
তার সাথে অভিমানের কোন পথ? কেন অহেতুক যুক্তি?

যে পথে তুমি, আমি আর সে নেই, সে পথে কেন হাটঁছি
এই আশার সংসারে মিছে ভালবাসায় যেন দিন গুনছি।

এক নারীতে যে বিশ্ব দেখে, পৃথিবীর রুপ রস ভুলেছি,
মিছে যে ফুলের গন্ধ, আকাশের নীল আর দিগন্তের ছবি তুলেছি
তার সবটাই মায়া, সবটাই শুন্য আর ফেরারী, সে পথ আমি ভুলেছি।

আমাদের ফেরা হয় না, বলা হয় না ভালবাসি, আমরা আজ আত্মপূজারী,
ধ্যানী সব, মগ্ন প্রেম পিয়াসি, ভালবাসার কাঙাল, ভীষন উদাসী!

আমাদের জীবন এভাবেই কাটে বটের ছায়ায়, মিছে প্রেম আর স্নেহে
যে পথে ফেরার ছিল, সে পথে না হয়ে অন্য কোন সবুজ গ্রহে।


একটা কবিতা লেখার ছিল, যার প্রতি দুই লাইন অন্য ধরনের অর্থ বহন করবে। কিন্তু লেখার শেষে দেখলাম সেই একই কথা বারবার ঘুরে ফিরে লিখে গেছি। স্বপ্ন ভঙ্গের গল্প কবিতার লাইনে বারবার উঠে আসছে।

কি যন্ত্রনা…! মানুষ হিসেবে জন্ম নেয়ার যন্ত্রনা বড় কম না।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This