আমার শুধু তুই আছিস বলে

Aug 12, 2022কবিতা, সাহিত্য0 comments

তুই হাত বাড়ালেই
রাস্তাটা হয়ে যাবে নদী
রিকশা হয়ে যাবে নৌকো,
ছুঁয়ে দিস যদি।
ধূসর চোখে দেখব আকাশ,
নীল সীমাহীন-
তোর হাত ধরে
জলে নামব সেদিন।

তোর চোখে তাঁকালেই,
সবুজ দেখি-
প্রজাপতি খুঁজি,
তোর কাঁধে মাথা রেখে
দুচোখ বুজি।

তোর বুকে মাথা রাখলেই
পৃথিবী শব্দহীন,
থেমে যায় সময় আমার-
ভাবনার ঘোড়া অন্তহীন।

শুধু তুই ডাকলেই,
মেঘ করে গুড়গুড়
পাখিরা চুপ, রাস্তা ভিজুক
পথিক ফেলে আসে প্রিয় পাকুড়।

তোর ভাবনায় ভোর হোক
কারো ভেজা চোখ-
মন খারাপ বিকেল,
সেরে যাক অসুখ।

তুই বললেই,
পাশাপাশি- বসে থাকি নিশ্চুপ
শহর পুড়ুক, যুদ্ধ চলুক-
ভেঙ্গে যাক মানচিত্রের রেখা
তোর কাজল চোখে,
কারো হোক পৃথিবী দেখা।

আমার শুধু তুই আছিস বলে
একটা পৃথিবী নির্বাসনে,
শুধু তুই ভালোবাসিস তাই
শব্দ বুনে কবিতা বানাই।


0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This