আমার সাদা খাতা

Jan 12, 2025কবিতা, সাহিত্য0 comments

আমার একটা সাদা রঙের খাতা আছে
মন ভালো থাকলে আমি সেখানে একটা একটা করে নাম লিখি
আর মন খারাপ হলে –
একটা একটা করে নাম কেটে দেই,
কখনো যাদের সাথে হাসিমুখে কথা বলেছি অথবা কোন উপকার করেছি।

বছর শেষে হিসাব করে দেখলাম, খাতায় মোটে দুটি নাম লেখা হয়েছে
তোমার নামটা তার মধ্যে নেই।
তুমি আমার আপন নাকি পর তাও বুঝিনা
ক’বার নাম কেটেছি আর ক’বার লিখেছি তাও মনে নেই
অথচ দ্যাখো, একটা বছর কত দ্রুত চলে গেল!

তিনশত পয়ষট্টি  দিনের একটা দিনও তুমি আমার হলে না
চেনা হলো না, তোমাকে জানা হলো না… তোমার নাম লিখব কি করে?

তুমি আমি সব নামহীন গোত্রের মত
হারিয়ে গেছি ক্ষমাহীন মুহুর্তের যত অনাচারে।
আমি নিজেকে ঠকিয়েছি যেন তুমি জিতে যাও
কিন্তু বরমাল্যে তুমি বেছে নিয়েছো ভিন্নজন।

আমি নাম কেটে দেই, আবার লিখব বলে নাম কেটে দেই।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This