আমার ধুলোর শহর…

Jan 19, 2022কবিতা, সাহিত্য0 comments

এ শহরটা আমার এতটা প্রিয় কেন জানো?
এর প্রতিটা ধুলিকনা তোমার গায় মেখেছে সুবাস
প্রতিটি রাস্তায় ছিল তোমার পায়ের সন্তর্পণ আওয়াজ।
এ শহরের আকাশ আমার অনেক নীলে-
কিছুটা বিষাদ সেও মেখেছিল তোমার গালে।

এ শহরের বাতাসে তোমার চুলের গন্ধ
আমার পোড় খাওয়া অতীত আর প্রথম যৌবনের চুম্বন,
এ শহরে আমি মেখেছি ধূসর রঙের মন খারাপের আলো
এ শহর আমার খুব প্রিয়, যেমন প্রিয় তোমার হাত।

আমার শূন্য পকেট আর সবুজ নোটের অহংকারে
এ শহর আমাকে শিখিয়েছে প্রেম আর গানে
বৃষ্টির দিনে হুড তোলা রিকশা, যেন আমাদের পালতোলা নৌকা।

এ শহরে কেটেছে অনেক দিন-রাত
আর তোমার স্বপ্নে জেগে ওঠা অদ্ভুত প্রভাত।

এ শহরে স্মৃতি আর ভালোবাসায়
যে কোনেই যাই, মনে হয় – এইখানে এসেছি, বসেছি প্রিয় উষ্ণতায়।

হরতাল, ককটেল, বাস আর বাজারে আগুন,
বাদুড় ঝোলা মানুষ বাসে,
ফুটপাথ ঘেষে বেওয়ারিশ দোকান
ধুলো আর যানজটে মলিন দেহের যন্ত্রেরা –
তবু এ শহরকে ভালোবাসি, আলিঙ্গন করি গোপনে,
কারন, এ শহরের বাতাসে শ্বাস নাও তুমিও…।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This