এ শহরটা আমার এতটা প্রিয় কেন জানো?
এর প্রতিটা ধুলিকনা তোমার গায় মেখেছে সুবাস
প্রতিটি রাস্তায় ছিল তোমার পায়ের সন্তর্পণ আওয়াজ।
এ শহরের আকাশ আমার অনেক নীলে-
কিছুটা বিষাদ সেও মেখেছিল তোমার গালে।
এ শহরের বাতাসে তোমার চুলের গন্ধ
আমার পোড় খাওয়া অতীত আর প্রথম যৌবনের চুম্বন,
এ শহরে আমি মেখেছি ধূসর রঙের মন খারাপের আলো
এ শহর আমার খুব প্রিয়, যেমন প্রিয় তোমার হাত।
আমার শূন্য পকেট আর সবুজ নোটের অহংকারে
এ শহর আমাকে শিখিয়েছে প্রেম আর গানে
বৃষ্টির দিনে হুড তোলা রিকশা, যেন আমাদের পালতোলা নৌকা।
এ শহরে কেটেছে অনেক দিন-রাত
আর তোমার স্বপ্নে জেগে ওঠা অদ্ভুত প্রভাত।
এ শহরে স্মৃতি আর ভালোবাসায়
যে কোনেই যাই, মনে হয় – এইখানে এসেছি, বসেছি প্রিয় উষ্ণতায়।
হরতাল, ককটেল, বাস আর বাজারে আগুন,
বাদুড় ঝোলা মানুষ বাসে,
ফুটপাথ ঘেষে বেওয়ারিশ দোকান
ধুলো আর যানজটে মলিন দেহের যন্ত্রেরা –
তবু এ শহরকে ভালোবাসি, আলিঙ্গন করি গোপনে,
কারন, এ শহরের বাতাসে শ্বাস নাও তুমিও…।
0 Comments