আছি এই অপেক্ষায়

Mar 9, 2023কবিতা, সাহিত্য0 comments

মাঝে মাঝে শুধু মায়া জন্মাতে আসি
আঙুলে ছুঁয়ে দিয়ে বলে যাই আছি
আমি ছায়ার মত, মায়ায় জড়িয়ে
রৌদ্র খরতাপ শেষে-
আছি… আমি অপেক্ষায় আছি।

আমাকে যেতে দিও না
যদি চলে যাই তবে আর ফেরা হবে না।
তোমার পথে তখন শুধুই মায়া রবে,
আমি ছুঁয়ে দেব না।

মাঝে মাঝে মনে হয় এই জারুল গাছের নীচে
একটা কাঠবেড়ালীর জীবনের মত
সারাক্ষন অস্থির হয়ে থাকি।
দিন শেষে ফেরার একটা ঘর না থাকুক
অন্তুত কেউ একজন বলুক – “কেমন আছো?”

আমার এও মনে হয় তুমি হটাত
ফিরে এসে আমাকে যদি না পাও?
তাই অস্থিরতা শেষে শামুকের পাশে বসি।

মাঝরাতে কোন কোন দিন খুব করে ইচ্ছে করে আকাশের চাঁদ হতে
ওপর থেকে নাকি তোমার পৃথিবী দেখা যায়-
খুব জানতে ইচ্ছে করে বেলি ফুল এখন কোথায় ফোটে?
কোথায় সেই রক্তকরবীর প্রতিজ্ঞা?

মাঝে মাঝে তাই অপেক্ষায় থাকি, প্রতিদিন না-
আঙুলে ছুঁয়ে কেউ কেউ শপথ ভাঙ্গে, কেউ পাড়ি দেয় সমুদ্র
আমি শুধু মায়া জন্মাতে এসেছি
ছায়ার মত, লতানো শিম ফুলের গাছের মত থাকি
আমি ডালিম গাছের মত খুব করে অপেক্ষায় থাকি… ছায়ার মত, মায়ায় জড়িয়ে।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This