কিছু মানুষ এমনিতেই মরে যায়
প্রতিদিন একটু একটু করে-
হিসেবের খাতায় খরচের পাতায়, টুকে রাখা সংখ্যার মত করে।
কিছু মন ভেঙ্গে যায়,
পাতা ঝরার শব্দে আর চোখের বোবা চাহনিতে
যেমন ভুলিনি কিছু গানের কথা আর কবিতার পংক্তি-
শহরের ল্যাম্পপোস্ট আর রাস্তার মোড়ে অপেক্ষা।
যতটা ভালোবাসা নিয়ে জীবন শুরু হয়েছিল
ততটুকু প্রেম পাইনি বলে যখন মনে হয়
তুমি, আমি – অথবা অন্য কেউ তখন মরে যায়!
গাছের যেমন দরকার আলো আর পানি
মানুষের দরকার সময়, অফুরন্ত সময়।
সময় হয়নি ফিরে দেখার, সময় নেই শব্দ বোনার
কবিতারা কি ঘাস খেয়ে বাঁচে?
আমি তৃণভোজী নই বলে, আজন্ম আফসোস রয়ে যাবে
রক্ত মাংসের স্বাদ বড় তীব্র, অবহেলা করা পাপ।
নিজেকে বঞ্চিত করার মত মহাপুরুষ আমি নই
তাই, হিসেবের খাতায়, তুমি, আমি অথবা অন্য কেউ মরে যায়।
0 Comments