আমাদের শহরের মানুষগুলো মাতাল হয়ে দ্বিগবিদিক হয়ে ছুটছে তো ছুটছেই…
জীবন থেকে, জীবনের গল্পগুলো থেকে।
ফিরে আসুক তারা আবার প্রেমের কাছে, ভালোবাসার শহরে।
একটা গোপন আগুন জ্বেলে – এই তেলতেলে শহরে,
এই স্বপ্ন বেচা রোদে মস্তিষ্কের ঘুলঘুলিতে –
হাজারো গল্প নিয়ে হেঁটে চলি তোমার রাজপথে।
এইখানে অনুভূতি প্রেম হয়ে ফোটে না, ফোটে বারুদ হয়ে,
আসে সীমানা লঙ্ঘন হয়ে পাঁচিলে আর কাঁটাতারের ওপাশে।
যদি ফিরে আসো তবে-
এই তেলতেলে শহরে আমি আগুন দেব।
জ্বালিয়ে দেব সব হিংসুক, রাগী, কামুক আর কবিতা প্রেমীদের।
শহরে শুধু তুমি থাকবে আর একটা মাতাল চাঁদ…।
0 Comments