বৈশাখ আসে আর চলে যায়। বছরের পর বছর। আমাদের মনে দাগ ফেলে যায় রং এর বাহার আর ঢোল-বাঁশির শব্দ। পহেলা বৈশাখ ১৪২৬ বোধহয় একটু মলিন ছিল অন্য বছরের তুলনায়।
সেই মানুষের ঢল, আনন্দের জোয়ার আর বৈচিত্র খুব একটা চোখে পড়েনি। মনে হয় কারো যেন চোখ রাঙ্গানির ভয়ে সব জড়সড়!
0 Comments