এইখানে ফিরে আসি বারবার
এইসব চেনা পথে তুমি আমি
রক্তের বন্ধনে নয়, হেঁয়ালিতে
ভালোবাসায়, মায়ায়, স্মৃতিতে
তুমি, আমি, আমরা,
আমাদের চেনা পথে
চেনা গলিতে
চায়ের দোকানে
গাছের ছায়ায় আর পুরনো বেঞ্চিতে।
আমরা যত দূরেই যাই, যত বড়োই হই
ঘরের পিছুটানে যেমন সন্তান ফিরে আসে…
মাটির ঘ্রানে, বৃষ্টির শব্দে, চেনা মুখে,
ব্যাস্ত শহরের অচেনা গলিতে, অফিসের ফাঁকে…
চেনা মুখের মধুর ডাকে… আমরা বারবার ফিরে আসি।
আমাদের দ্বিতীয় জন্মের আতুঁড়ঘর…
প্রিয় জাহাঙ্গীরনগর।
0 Comments