অসমাপ্ত কবিতা – ১
কবি নাকি কবিতা? মাঝরাতে ফুটপাত যখন ঘুমিয়ে পড়ে,ল্যাম্পপোস্ট যখন স্নেহ বিলায়…কবি তখন নেমে যান রাস্তার ধারেহঠাত উদয় হওয়া চায়ের দোকানে –আধো ধূমায়িত কাপে চুমক দেন জীবনের দীর্ঘশ্বাস – মৃত আর্তনাদ দেয়ালে দেয়ালে ঘোরে মৃত ইচ্ছার আর্তনাদ -ক্ষনিক বৃষ্টি, মেঘ জমা বর্ষার...