এক পৃথিবী মানুষ রেখেও মাঝে মাঝে নিজেকে একা লাগে
মনে হয় এই জনারণ্যে খুব  সহজেই হারিয়ে যাওয়া যায়।
এক শহর ভর্তি অচেনা মুখের  আড়ালে
খুঁজে  ফিরতে হয় সেই চেনা মুখ
নেই , কোথাও নেই।

যেখানেই যাই, যার কাছেই সুধাই
সবাই জানায় – হারিয়ে গেছে

এরকমটা আমাদের মাঝে মাঝেই করতে হয়
আমরা হারিয়ে যাই এক পৃথিবী মানুষের মাঝখান থেকে
আমরা জানি -তুমি, আমি আর সে –
দিন শেষে সবাই ভীষন একা।

আমরা ফিরে আসি অন্ধকারে
একটা গোপন ব্যাথা লুকোনোর জন্য।

আমরা হারিয়ে  গেছি…

হারিয়ে গিয়েছি …

Pin It on Pinterest