জাহাঙ্গীরনগর এর ৩৫ তম ব্যাচ হিসেবে আমরা খুবই অভাগা ছিলাম, আমরা কোন র্যাগ পাইনি, বিদায় বেলায় কোন আড়ম্বর ও দেখিনি।
সেই অপবাদের কিছুটা ঘুচল ১২ বছর পর যুগপুর্তির রিইউনিয়নে।
যারা এই অসাধ্য সাধন করেছে তাদের সবাইকে আমার অন্তর থেকে শ্রদ্ধা।
জাহাঙ্গীরনগর সব জাবিয়ানদের কাছেই এক অন্য রকম অনুভূতির নাম। এখানে আমরা নিজেদের নতুন করে জন্ম নিতে দেখেছি। আজকে আমার আমি হয়ে ওঠার গল্পের অনেকটাই এখান থেকে শুরু।
যতবার আমরা এখানে ফিরি মনে হয় ঘরে ফিরে এলাম।
স্মৃতির কিছুটা মোবাইলের ছবিতে ধরে রাখার বৃথা চেষ্টা।
0 Comments