৩৫ তম আবর্তনের যুগপুর্তি

Apr 27, 2018অন্যান্য0 comments

জাহাঙ্গীরনগর এর ৩৫ তম ব্যাচ হিসেবে আমরা খুবই অভাগা ছিলাম, আমরা কোন র‍্যাগ পাইনি, বিদায় বেলায় কোন আড়ম্বর ও দেখিনি।

সেই অপবাদের কিছুটা ঘুচল ১২ বছর পর যুগপুর্তির রিইউনিয়নে।

যারা এই অসাধ্য সাধন করেছে তাদের সবাইকে আমার অন্তর থেকে শ্রদ্ধা।

জাহাঙ্গীরনগর সব জাবিয়ানদের কাছেই এক অন্য রকম অনুভূতির নাম। এখানে আমরা নিজেদের নতুন করে জন্ম নিতে দেখেছি। আজকে আমার আমি হয়ে ওঠার গল্পের অনেকটাই এখান থেকে শুরু।

যতবার আমরা এখানে ফিরি মনে হয় ঘরে ফিরে এলাম।

স্মৃতির কিছুটা মোবাইলের ছবিতে ধরে রাখার বৃথা চেষ্টা।

৩৫ তম আবর্তনের যুগপুর্তি 1
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 2
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 3
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 4
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 5
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 6
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 7
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 8
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 9
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 10
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 11
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 12
৩৫ তম আবর্তনের যুগপুর্তি 13

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This